Header Ads

হাইলাকান্দিতে একইদিনে কোভিড পজিটিভ ২৭ জন

সানি রায়, পাঁচগ্ৰাম : হাইলাকান্দিতে গতকাল একইদিনে ২৭ জন ব্যক্তির শরীরে কোভিড পজিটিভ ধরা পড়েছেফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭ জনজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, সুদূর মুম্বাই পুনে থেকে আসা এই ২৭ জন ব্যক্তি লালা শহরের উপকণ্ঠে জয়মঙ্গল হাইস্কুল এবং মনাছড়া জওহর নবোদয় বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেনতাদের সকলের সোয়াব পরীক্ষা পজিটিভ এসেছেআক্রান্ত ২৭ জনের মধ্যে জন রোগীকে হাইলাকান্দির এস.কে.রায় সিভিল হাসপাতালের আইস্যোলেসন ওয়ার্ডে এবং বাকি ২৩ জনকে কাটলিছড়ার ধলাই মডেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের সুত্রে জানা গেছে সেইসঙ্গে বর্তমানে জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সময় থাকতে জেলাপ্রশাসনের পক্ষ  থেকে জনসাধারণকে সাবধানতা অবলম্বন করে সরকারি নিয়মনীতি মেনে চলতে আহ্বান জানানো হয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.