Header Ads

ভারতের হুল্লোড় প্রিয় হুজুগে লোকজন চায়না প্রোডাক্ট কিনবে : চীনা সংবাদমাধ্যম !!


বিশ্বদেব চট্টোপাধ্যায়
বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে দেওয়ার পর, চীন হংকং এর জনতার সাথে অন্যায় আচরণ শুরু করেছে। হংকং বাসীকে জবরদস্তি দমন পীড়ন করতে শুরু করেছে। ভারতীয় সীমান্তে উত্তেজনাও বাড়িয়ে তুলছে, সে কারণেই সারা বিশ্বে চীনের প্রতি মানুষের ক্রোধ বাড়ছে। ক্রমবর্ধমান ক্রোধের সাথে, বিদেশী সংস্থাগুলি চীন থেকে স্থানান্তরিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ভারতীয়রা চীনা দ্রব্য বর্জনের দাবি করছে এবং এই ঘটনাগুলি চীনকে রীতিমতো বিব্রত করেছে। চীনে কোনও মিডিয়া নামের বস্তুই নেই। সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলি সেখনের সরকারের ইশারায় কাজ করে। চীনের বৃহত্তম সংবাদপত্র গ্লোবাল টাইমস--সেই গ্লোবাল টাইমসের এডিটর কমিউনিস্ট পার্টির সদস্য এবং তার নাম হু কসিজিন। এখন গ্লোবাল টাইমসের এডিটর খোলাখুলি ভারতীয়দের নিয়ে যে মন্তব্য করেছেন তা ভাইরাল হয়েছে। গ্লোবাল টাইমসের এডিটর বলেছেন, ভারতীয়রা যতই বলুক আমাদের পণ্য বয়কট করবে তারা সেটা পারবে না। কারণ, ভারতীয়রা খুবই সংকীর্ণ মনের, কিছুদিন পর আবার আমাদের জিনিস কিনবে। গ্লোবালস টাইমস এর তরফে বলা হয়েছিল, হুল্লোড়প্রিয় ভারতীয়রা পরিশ্রমী হয় না শুধু হট্টগোল করতেই পারে। গ্লোবাল টাইমস এর সেই বক্তব্য আরো একবার ভাইরাল হয়ে পড়েছে এবং মানুষ দ্বিগুন ক্রোধে চীনের প্রোডাক্ট বয়কট শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.