Header Ads

রাজ্যে শিক্ষাবর্ষ এপ্রিল থেকে, শিল্পপতিদের অসমে শিল্প স্থাপনে বিভাগীয় অনুমোদন লাগবে না


অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে শিল্প উদ্যোগ স্থাপন করতে রাজ্যের কোনো বিভাগের অনুমোদন লাগবে নাকিন্তু শক্তি অগ্নিনির্বাপক বিভাগ থেকে দুমাসের মধ্যে অনুমোদন নিতে হবে আগামী তিন বছর বাইরের শিল্পপতিরা এই সুযোগ পাবেনআজ ক্যাবিনেট কমিটি এম এস এম অর্ডিন্যান্স অনুমোদন জানায়এই অর্ডিন্যান্স অনুযায়ী এম এস এম - অধীনে অসমে শিল্প স্থাপন করতে তিন বছর পর্যন্ত সরকারের কোনো বিভাগের অনুমোদন লাগবে নাআজ খানাপাড়া স্টাফ কলেজে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পুরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়শিল্প-বানিজ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী একথা জানানজানান, যোগিগোপার পেপার মিলের ২০০ বিঘা জমিতে ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক হাব নির্মাণ করা হবেআজকের বৈঠকে গ্রামাঞ্চলের উন্নয়নে নার্বাড থেকে ৩৩৮,২৮ কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন জানানো হয়আজকের বৈঠকে জি এস টি অর্ডিন্যান্স অনুমোদন জানানো হয় কোভিড-১৯-এর জন্য জি এস টি রিটার্ন ইত্যাদির সময়সীমা বৃদ্ধি করা হয়১৫তম অর্থ কমিশনের অনুদান গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ৭০ শতাংশ, আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে ১৫ এবং জেলা পরিষদ ১৫ শতাংশ টাকা ব্যয় করার প্রস্তাব গৃহীত হয়, আজকের বৈঠকে কয়লা খনির ক্ষেত্রে আর্নেস্ট মানি ডিপোজিট হ্রাস করার সিদ্বান্ত হয়আজকের বৈঠকে অসম ভবনের কর্মচারীদের নতুন সেবা বিধি লাগু, আগের শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বরের পরিবর্তে এপ্রিল থেকে মার্চ করার প্রস্তাব গ্রহণ করা হয়। আসাম কলেজ এমপ্লয়িজ প্রাদেশিকরণ আইন ২০০৫ সংশোধনের অনুমোদন জানায় আজকের মন্ত্রিসভার বৈঠকে বেঙ্গল, আগ্রা অ্যান্ড আসাম সিভিল কোর্ট আইন ১৮৮৭ সংশোধনের প্রস্তাব গৃহীত হয়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.