Header Ads

জম্মু - কাশ্মীরে খতম হিজবুল কম্যান্ডার মাসুদ আহমেদ ভাট

 নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৯ জুনঃ 
জম্মু -কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে । মৃত জঙ্গিদের মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিনের  কম্যান্ডার মাসুদ আহমেদ ভাট।ছবি, সৌঃ ইন্টারনেট

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর রাতে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । নিরাপত্তাবাহিনীর দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । শুরু হয় গুলির লড়াই । কিছুক্ষণ গুলি  বিনিময়ের পর খতম হয় তিন জঙ্গি । একে ৪৭ সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে  মৃত জঙ্গিদের হেফাজত থেকে ।
জম্মু -কাশ্মীরের পুলিশ প্রধান  দিলবাগ সিংহ জানিয়েছেন, অনন্তনাগের খুলচোহার এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর - ই -তইবার দুই জঙ্গি ও হিজবুল কম্যান্ডার মাসুদ আহমেদ ভাট খতম হয়েছে ।

কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, কোকেরনাগ , ত্রাল ও খ্রিউতে জঙ্গিদের খোঁজ পাওয়া গেছে । দক্ষিণ কাশ্মীরে এই মুহূর্তে ২৯ জন জঙ্গি রয়েছে । জঙ্গিরা পাহাড়ের উপরে রয়েছে । নিচে নামার চেষ্টা করলেই তাদের খতম করা হবে । এই বছরে শতাধিক জঙ্গিদের খতম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.