Header Ads

ভারতীয় সেনার দক্ষতা নিয়ে ছেলেখেলা নয়, মানল চিন !!


বিশ্বদেব চট্টোপাধ্যায়

লাদাখ সীমান্তে যতই আস্ফালন করুক চিনা বাহিনী--ভারতীয় সেনার কাছে তা যে তুচ্ছ সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন সেদেশেরই এক সেনা বিশেষজ্ঞ। তিনি জানিেয়ছেন আমেরিকা, রাশিয়া, চিনের মত তাবর দেশের যা নেই সেই ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে। একমাত্র ভারতের কাছেই রয়েছে দক্ষ, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ মাউন্টেন আর্মি। মে মাসের শেষ থেকেই লাদাখ সীমান্তে চিনের আগ্রাসন এবং আস্ফালন বেড়ে গিয়েছে। হঠাৎ করে বেজিংয়ের এই আচরণ বেশ খানিকটা চমকেই দিয়েছে ভারতকে। যেখানে সীমান্ত নিয়ে চীনের সঙ্গে কোনও বিবাদ নেই সেই লাদাখেই হঠাৎ করে চিন সেনা বাড়াতে কেন শুরু করল এই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দুই দেশের মধ্যে। চিনের আগ্রাসন বন্ধে শেষ পর্যন্ত মেজর পর্যায়ের বৈঠক করা হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তত্ত্বাবধানে সেখানে দুই দেশের মেজর পর্যায়ের সেনা অফিসাররা বৈঠক করেন। তাতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্বাভাবিক হয়ে গিয়েছে সেটা বলা যায় না। চিনা বাহিনীর কার্যকলাপের উপর নজর রেখে চলেছে সিয়াচেনে মোতায়েন ভারতীয় সেনা।
এই টানা পোড়েনের মধ্যেই অবশেষে চিনের সেনা বিশেষজ্ঞ দাবি করেছেন ভারতীয় সেনার সঙ্গে টক্কর নিলে বিপদ বাড়বে চিনেরই। কারণ একমাত্র ভারতের কাছেই বিশ্বের বৃহত্তম, দক্ষ, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ মাউন্টেন সেনা রয়েছে। যা বিশ্বের কোনও দেশের নেই। এমনকী রাশিয়া, আমেরিকা, ইউরোপের তাবর উন্নত দেশেরও নেই এমন বাহিনী। কাজেই ভারতে ব্যাপারে এক্ষেত্রে সমঝে চলাই ভাল। এমনই জানিয়েছেন হুয়াং গুজোই নামে চিনের এক সেনা বিশেষজ্ঞ। ভারতের সিয়াচেনের মত কঠিন আবহাওয়ার পরিস্থিতিতেও ভারতের সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রায় ৫০০০ মিটার উচ্চতায় দিন রাত সীমান্ত পাহারা দিচ্ছে ভারতের ৫ থেকে ৭ হাজার বাহিনী। প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এবং ভীষণভাবে প্রশিক্ষিত। যাদের মোকাবেলা করা সহজ হয়ে উঠবে না চিনের পক্ষে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.