Header Ads

বিজেপি, কংগ্রেস আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, অগপ আজও গণবিচ্ছিন্ন প্রায়



অমল গুপ্ত গুয়াহাটি : শাসক বিজেপি ২০২১ সালের বিধানসভার নির্বাচনের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে প্রতিজন বিধায়ককে ৩০ জুনের মধ্যে এলাকার উন্নয়নের খতিয়ান দাখিল করতে হবেগতকাল রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ভার্চুয়াল সভা করে রাজ্যের বিজেপি কর্মী-নেতাদের উজ্জীবিত করেছেন মন্ডল ব্লক পর্যায়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে বিজেপি রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস রাজ্য জুড়ে চক্কর কাটছেন তিনি দাবি করেছেন, এই সরকার ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ করেছে অপরদিকে আজ বিরোধী কংগ্রেস দল সারা দেশের সঙ্গে গুয়াহাটিতে অবস্থান ধর্মঘট পালন করেছে। রাজীব ভবনে রাজ্য সভাপতি রিপুন বরার নেতৃত্বে কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে কংগ্রেস দলে যোগ দেওয়া বিজেপির প্রাক্তন সাংসদ আর পি শর্মাও সামিল হয়ে ছিলেনসভাপতি বরা বলেন, কংগ্রেস দল বিজেপির বিরুদ্ধে অভিযোগনামা পেশ করবে দাবি করেন, বিজেপি নেতা পঞ্চায়েত কর্মী সবার দুর্নীতি লিপিবদ্ধ করে অভিযোগনামা দাখিল করার জন্য কংগ্রেস বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছেতিনি বলেন, দুর্নীতির শূন্য সহনশীলতার কথা বলা বিজেপি সরকারের লাগামছাড়া দুর্নীতি সবাই দেখতে পাচ্ছেআজ দেশ জুড়ে কংগ্রেস দল জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল আজ গুয়াহাটিতে কংগ্রেস নেতারা অভিযোগ করে স্বাধীন ভারতে এই সর্বপ্রথম পেট্রোলের থেকেও ডিজেলের দাম টপকে গেলপেট্রোল ডিজেলের দাম একশো ছুঁই ছুঁই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম অনেক কম থাকা সত্তেও কেন্দ্র, রাজ্য সেস, আবগারি শুল্ক, ভ্যাট প্রভৃতি বসিয়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছে সাধারণ শ্রমজীবী গরিব মানুষের কথা একবারও চিন্তা করেনিতেলের দাম বাড়ার ফলে শাক-সব্জি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেতেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সি পি আই দলও গতকাল প্রতিবাদ করেছেআজ কংগ্রেস সভাপতি রিপুন বরা জোর দিয়ে দাবি করেন ২০২১ কংগ্রেস দল এককভাবে না এলেও জোট হিসাবে ক্ষমতায় আসবেকংগ্রেস দল যে আই ইউ ডি এফের সঙ্গে জোট বাঁধবে তার ঘোষণা সময়ের অপেক্ষা মাত্রআজ প্রাক্তন বিজেপি সাংসদ আর পি শর্মা প্রধানমন্ত্রীর চীন নীতির কড়া সমালোচনা করলাম তিনি বলেন তাকে যদি প্রতিরক্ষামন্ত্রী পদ দেওয়া হত তবে ২০ জনের জায়গায় চীন সীমান্তে ঢুকে চীনা সেনাদের মেরে আসতাম চীন আমাদের জমি দখল করেছে জমির সঙ্গে দেশের পরিচয়  জমিই যদি বেধখল হয়ে যায় তবে আমাদের সম্মান কোথায় থাকবে? আজ আবার বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিজেপি- ২৫, ৩০ জন বিধায়ক কংগ্রেস দলে যোগ দেবেবিজেপি, কংগ্রেস দল নির্বাচনী প্রস্তুতি শুরু করলেও শরিক দল অগপ নিজেদের মধ্যে নানা বিভাজনের সৃষ্টি হয়েছেপ্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তকে নিয়ে দলের মধ্যে নানা মতের সৃষ্টি হয়েছে বলে দলের সূত্রে জানা গেছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.