Header Ads

গুয়াহাটিতে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে, সারা গুয়াহাটিতে লকডাউনের ইঙ্গিত দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা


নয়া ঠাহর, গুয়াহাটি : গুয়াহাটি মহানগরে সাংঘাতিক হারে করোনা সংক্রমণ ঘটছে। আজ নতুন করে ৪০ জন আক্রান্ত হয়েছেএপর্যন্ত প্রায় ৭০০ জন আক্রান্ত হয়েছেপ্রায় ১৫০ জন পুলিশ আক্রান্ত হয়েছেন, ১১টি ওয়ার্ডে লকডাউন ঘোষণা করা হয়েছেমানুষ সামাজিক দূরত্ব বজায় রাখছে না  মাস্ক পড়ছে নাস্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার গত রবিবার একটা ছোট অপেরারেশন হয়েছিলতারপর মণিপুরের বিজেপি গদী রক্ষা করতে মণিপুর থেকে আজ দিল্লি গেছেন শরীর আগে নয় দল আগে নেদার সভাপতি হিমন্তবিশ্ব শর্মা তাই প্রমাণ করতে চাইছেনস্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা গতকাল গুয়াহাটি লকডাউন এলাকা রাতে রাতে ঘুরেছেনতার অভিজ্ঞতা ভালো নয় মানুষ লকডাউন মানছে না পরিস্থিতির অবনতি ঘটলে সারা গুয়াহাটি লকডাউনের আওতায় আনতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেনরাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন জন, ৩৭৬২ জন সুস্থ হয়ে উঠেছেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.