Header Ads

পরিবেশ দিবসের আগে পরিবেশ রক্ষার তাগিদে ব্যাপক হারে বৃক্ষরোপণের আহবান মুখ্যমন্ত্রীর


অমল গুপ্ত, গুয়াহাটি : আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অসমেও এই দিনটি উদযাপিত হবে আগামীকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গুয়াহাটি দিপারবিলের কাছে চোকদ্র নামে এক জায়গায় বৃক্ষরোপণ করবেন সরকার এবছর কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেমুখ্যমন্ত্রী আজ রাজ্যবাসীর কাছে আবেদন করে বলেছেন, একটি গাছ ১০ জন পুত্রের সমান রাজ্য সরকার কোটি গাছ লাগাবে  সকল ছাত্রছাত্রী, সকল নাগরিক, জনপ্রতিনিধিকে গাছ লাগিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছেনরাজ্যপাল জগদীশ মুখীও ব্যাপকহারে গাছ লাগানোর উপর জোর দিয়েছেনপ্রকৃতিপ্রেমী সংগঠনগুলোর অভিযোগ, রাজ্যে প্রতিবছর ঢাক-ঢোল পিটিয়ে বৃক্ষরোপণ করা হলেও পরে যত্নের অভাবে ৫০ শতাংশ গাছের চারা মারা যায় অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গত বাজেটে কোটি ৪২ লক্ষ গাছ লাগানোর লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন গুয়াহাটি শহরের জন্য কোটি টাকা পৃথকভাবে রেখেছেন বলে বাজেট ভাষণে বলেছিলেনকোথায় গেল সেই সব গাছ? লকডাউনের সময় রাজ্যে ব্যাপকহারে বন-জঙ্গল ধ্বংস করা হচ্ছে, সংরক্ষিত বনাঞ্চল বেদখল অব্যাহত আছে বিধানসভায় বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছিলেন, সংরক্ষিত বনাঞ্চলের ৩৬৪১,৪৫০২ বর্গ কিলোমিটার বেদখল হয়েছে রাষ্ট্রীয় উদ্যানের ৪১,৩৭ বর্গ কিলোমিটার অভয়ারণ্যের ৯৭, ২৯ বর্গ কিলোমিটার অববৈধভাবে বেদখল হয়েছেরাজ্যে ৩১২টি সংরক্ষিত বনাঞ্চল টি রাষ্ট্রীয় উদ্যান এবং ১৮টি অভয়ারণ্য আছেরাজ্যের পরিস্থিতি বর্তমান উদ্বেগজনক তবে বিগত সরকারের তুলনায় ভালোকাজিরঙাতে ব্যাপকহারে গন্ডার হত্যা তুলনামূলকভাবে কমছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.