Header Ads

বরপেটারোডের ইলোরা বিজ্ঞান মঞ্চে দিহিং পাটকাই বর্ষারণ‍্যের কয়লার খনন প্রত‍্যাহারের দাবি

 সমীর চক্ৰবৰ্তী, ১১ জুন, বরপেটারোডঃ  অসমের একমাত্র বর্ষারণ‍্য দিহিং-পাটকাইয়ে জৈব বৈচিত্র ধংস ও কয়লা খননের সিদ্ধান্তের  বিরোধিতা করেছে বরপেটারোডের ইলোরা বিজ্ঞান মঞ্চ। মঞ্চের তরফে জানানো মতে, রাষ্ট্রীয় বন‍্য প্রাণী বোর্ড কোল ইণ্ডিয়া লিমিটেডকে দিহিং-পাটকাইয়ের চালেকিতে ৯৮.৫৯ হেক্টর জমিতে কয়লার খনন কার্য চালাতে সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্তে সংরক্ষণ বন্যহস্তী সংরক্ষণের অভয়ারণ্যটি সম্পূর্ণ ধ্বংস করে ফেলবে।

মঞ্চের সদস্যরা মুখে মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে, বিভিন্ন শ্লোগানে প্রতিবাদে সরব হন। তাদের দাবি, যত শীঘ্র সম্ভব দিহিং-পাটকাই বর্ষারণ‍্যে কয়লার খনন এবং  জীব-বৈচিত্র্যকে ধ্বংস করার চক্রান্ত বন্ধ করা হোক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.