Header Ads

ক্রমশ দুর্বল হচ্ছে 'নিসর্গ', সন্ধের পর ভারী বৃষ্টি মুম্বইয়ে


মুম্বাইঃ ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গসন্ধের মধ্যে এই ঘূর্ণিঝড় পুরোপুরি শক্তি হারিয়ে শিথিল হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডিতবে তারপর শুরু হবে তুমুল বৃষ্টিবাণিজ্যনগরী মুম্বই-সহ মহারাষ্ট্রের উত্তর উপকূলের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডিমুম্বই ছাড়াও থানে, পুণে, রায়গড়, পালঘর, রত্নগিরি, সিন্ধুদূর্গ এইসব জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন
ইতিমধ্যে মুম্বইয়ের আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে আবহবিদদের অনুমান হয়তো সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গের সেই তাণ্ডব দেখতে হয়নি মুম্বইকেকিন্তু তাতেও ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্টপুণে, রায়গড় এবং পালঘর জেলায় ঝড়ের দাপটে অসংখ্য গাছ উপড়ে গিয়েছেবেশ কিছু জায়গায় উপড়েছে বিদ্যুতের খুঁটিঅনেক অংশে ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবাঝড়ের দাপটে উঁচু ঢেউয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রায়গড়েকিছু নিম্ন এলাকায় বৃষ্টির জেরে জলও জমেছে বলে খবর
ঘূর্ণিঝড় নিসর্গ শিথিল হলে মুম্বই-সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছিল আইএমডিএই তুমুল বৃষ্টির জেরে মুম্বই জলবন্দি হওয়ার আশঙ্কা রয়েছেএমনিতেই প্রতিবার বর্ষায় নাগাড়ে বৃষ্টির জেরে জল জমে কার্যত থমকে যায় বাণিজ্যনগরীনিসর্গের পরেও তেমন অবস্থা হতে পারে বলে আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা
আজ জুন বুধবার দুপুর ১২টা ৩০মিনিট থেকে ২টো ৩০মিনিটের মধ্যে মহারাষ্ট্র উপকূল দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গহাওয়ার গতিবেগ ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যেমুম্বইয়ের উপকূলে আলিবাগের কাছে ল্যান্ডফল হয় নিসর্গ-
আগামী ঘণ্টায় ঘূর্ণিঝড় নিসর্গ শক্তি হারিয়ে একেবারেই দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতরপাশাপাশি আবহবিদরা জানিয়েছে, আলিবাগের দক্ষিণে ল্যান্ডফল হওয়ার ফলেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা থেকে কিছুটা হলেও রেহাই পেল মুম্বই

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.