Header Ads

১২ জনের ট্রাভেল হিস্ট্রি নেই, উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী, কোভিড সংক্রমণ বাড়ছে, জীবাণু লুকিয়ে আছে


নয়া ঠাহর, গুয়াহাটি : ১২ জন পজিটিভ করোনা আক্রান্তের মধ্যে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই অথচ পজিটিভ ধরা পড়লো তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গুয়াহাটি মহানগরে যেভাবে ট্রাভেল হিস্ট্রি না থাকা মানুষদের মধ্যে পজিটিভ দেখা যাচ্ছে তাতে প্রমাণিত হয়েছে করোনার বীজাণু কোথাও না কোথাও লুকিয়ে আছে, যা মারাত্মক ভয়ের। আজ বিমানবন্দরের তরফে জানা গিয়েছে,  রেলে যাত্রী আসা কমেছে, তবে বিমানের বেড়েছে। শুধু কেরল থেকে ২৫ হাজার মানুষ আসা বাকি আছে। এ পর্যন্ত বিমানে ৩৪ হাজার যাত্রী এসেছেন গুয়াহাটির বিমান বন্দর ছোট বলে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকাকে সঙ্গে নিয়ে তিনি আজ বন্দরের কাছে কিরণশ্রী হোটেল যান সেখানে বিমান যাত্রীদের লালার রস বা সওয়াব সংগ্রহ করা হয়। আজ কীর্গিস্থানে পড়াশোনা করা অসমের ১৫০ ছাত্রছাত্রী অসমে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হিমন্তবিশ্ব শর্মার কাছে কাতর অনুরোধ করেছেন। এখন পর্যন্ত অসমে ৩৩১৯ জন আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। ১২৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.