চিনের সঙ্গে মুখোমুখি লড়াই লাদাখে, এক ভারতীয় সেনা অফিসার সহ নিহত ২ জওয়ান
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৬ জুনঃ
লাদাখের গালওয়ান উপত্যকায় চিন ও ভারতীয় সেনার তুমুল সংঘর্ষের জেরে সোমবার রাতে মৃত্যু হল এক ভারতীয় সেনা অফিসার ও দুই জওয়ানের।
ভারতীয় সেনার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অঞ্চলে দুই দেশের সেনার কম্যান্ডার স্তরে বৈঠক চলছে । উত্তেজনা কমানোর জন্য দুইদেশই আলোচনা চালাচ্ছে । সেনা সূত্রে খবর,সোমবার রাতে গুলি চালানো হয়নি। হাতাহাতিতেই মৃত্যু হয়েছে সেনা অফিসার ও দুই জওয়ানের।
ভারতের তরফে বলা হয়েছে, দুই পক্ষেরই জওয়ান মারা গেছে । সংঘর্ষে লোহার রড, লাঠি, পাথর ব্যবহার করেছে চিনা সেনারা । তবে গুলি চালায়নি কোনও পক্ষই। সংঘর্ষে মারা গেছে ৫ চিনা সেনা ও আহত হয়েছে ১১ জন চিনা সেনা।
দীর্ঘ ৪৫ বছর পর চিনের হামলায় ভারতীয় সেনার মৃত্যু ঘটল। ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশের টুলুংলায় অসম রাইফেলসের বাহিনীর উপর হামলা চালিয়ে চার জওয়ানকে মেরে ফেলেছিল চিনা সেনা ।
লেহ্ থেকে দৌলত বেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটির উত্তর অংশ পর্যন্ত ভারতের নতুন রাস্তা নির্মাণই চিনের মাথাব্যথার কারণ। এলওসি ঘেঁষে ওই রাস্তা দারফুক , শিয়ক হয়ে চিনের নির্মাণ করা কারাকোরাম পাসের কাছে শেষ হয়েছে ।
বেজিংয়ের তরফেও গলওয়ান উপত্যকায় সংঘর্ষে চিনা সেনার মৃত্যুর ঘটনা স্বীকার করা হয়েছে ।
লাদাখের গালওয়ান উপত্যকায় চিন ও ভারতীয় সেনার তুমুল সংঘর্ষের জেরে সোমবার রাতে মৃত্যু হল এক ভারতীয় সেনা অফিসার ও দুই জওয়ানের।
ভারতীয় সেনার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অঞ্চলে দুই দেশের সেনার কম্যান্ডার স্তরে বৈঠক চলছে । উত্তেজনা কমানোর জন্য দুইদেশই আলোচনা চালাচ্ছে । সেনা সূত্রে খবর,সোমবার রাতে গুলি চালানো হয়নি। হাতাহাতিতেই মৃত্যু হয়েছে সেনা অফিসার ও দুই জওয়ানের।
ভারতের তরফে বলা হয়েছে, দুই পক্ষেরই জওয়ান মারা গেছে । সংঘর্ষে লোহার রড, লাঠি, পাথর ব্যবহার করেছে চিনা সেনারা । তবে গুলি চালায়নি কোনও পক্ষই। সংঘর্ষে মারা গেছে ৫ চিনা সেনা ও আহত হয়েছে ১১ জন চিনা সেনা।
দীর্ঘ ৪৫ বছর পর চিনের হামলায় ভারতীয় সেনার মৃত্যু ঘটল। ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশের টুলুংলায় অসম রাইফেলসের বাহিনীর উপর হামলা চালিয়ে চার জওয়ানকে মেরে ফেলেছিল চিনা সেনা ।
লেহ্ থেকে দৌলত বেগ ওল্ডি বায়ুসেনা ঘাঁটির উত্তর অংশ পর্যন্ত ভারতের নতুন রাস্তা নির্মাণই চিনের মাথাব্যথার কারণ। এলওসি ঘেঁষে ওই রাস্তা দারফুক , শিয়ক হয়ে চিনের নির্মাণ করা কারাকোরাম পাসের কাছে শেষ হয়েছে ।
বেজিংয়ের তরফেও গলওয়ান উপত্যকায় সংঘর্ষে চিনা সেনার মৃত্যুর ঘটনা স্বীকার করা হয়েছে ।
কোন মন্তব্য নেই