Header Ads

দিসপুর প্রেস ক্লাবে জাফার সংবর্ধনা সভা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দিসপুর প্রেস ক্লাব আজ জাফা ছাত্রছাত্রী কোভিড বিরোধী লড়াইয়ের সেনানীদের সংবর্ধনা দেয়। অনলাইনে রাজ্যব্যাপী চিত্রাঙ্কন, প্রবন্ধ প্রতিযোগিতার সফল ছাত্রছাত্রীদের হাতে  মানপত্র তুলে দেন বিশিষ্ট সাংবাদিক বৈকুণ্ঠ গোস্বামী, অমল গুপ্ত, জাফার মহানগর কমিটির সভানেত্রী 
করবি বর শইকিয়া, বিশিষ্ট সাংবাদিক চন্দ্র কুমার শইকিয়া, সাংবাদিক হালিমা বেগম, রিদীপ কলিতা, দীপংক মেধি, আরশাদ বরা, ময়না গোস্বামী প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন দিসপুর প্রেস ক্লাবের সাধারন  সম্পাদক কুঞ্জমোহন রায় ও লীনা গগৈ, সংবর্ধনা জানানো হয় সমাজকর্মী দুলু  আহমেদ, সাংবাদিক মৃণাল শৰ্মা, গৌতম কুমার কাকতি, ইমদাদ উল্লা খান  প্রমূখদের, আজ বিষ্ণু রাভার স্মৃতি দিবসে উপস্থিত জিনা রাজকুমারী রাভা সংগীত পরিবেশন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.