Header Ads

ভয়াবহ পরিসংখ্যান--মাত্র ৩৯ দিনে ৪ লাখ আক্রান্ত বেড়ে গিয়েছে ভারতে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

করোনা ভাইরাস সংক্রমণের ১১০ দিন কেটে গিয়েছে ভারতে।কিছুতেই বাগে আসছে না পরিস্থিতি। এরই মধ্যে একাধিক ভয়াবহ পরিসংখ্যান উঠে আসছে। মাত্র এক মাসের কিছু বেশি দিন সময়ের মধ্যে ভারতে করোনার সংক্রমণ ৪ লাখ বেড়ে গিয়েছে বলে নয়া পরিসংখ্যান দাবি করছে।
করোনার জেরে ক্রমাগত আক্রান্তের পরিসংখ্যান বাড়ছে । দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। দেখা গিয়েছে, মাত্র ৩৯ দিনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ থেকে ৫ লাখে চলে গিয়েছে। 
 
পরিসংখ্যান বলছে , ভারতে মাত্র ৬ দিনে বেড়েছে ১ লাখ আক্রান্তের সংখ্যা। এরমধ্যে শনিবার ১৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে একদিনে। অন্যদিকে, শনিবার রাত গড়াতেই দেখা যায় পরিসংখ্যান শেষ ২৪ ঘণ্টায় গিয়ে ঠেকেছে ২০ হাজারে !
এই নিয়ে টানা ৪ দিন পর পর গোটা দেশে ১৫ হাজারের বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা পার হয়ে গিয়েছে। দেশে এমন লকডাউনের মধ্যে, আতঙ্কের প্রহর গুনছে ১৩০ কোটির দেশ। লকডাউনের একাধিক বিধি নিষেধ আরোপিত হলেও, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ সব মহলেই। কেন বাড়ছে আক্রান্তের সংখ্য? পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ ভারতে প্রবল পরিমাণে বাড়ছে করোনার সংক্রমণের টেস্ট। অধিক টেস্টিং এর জন্যই করোনা আক্রান্তদের এই প্রভূত পরিমাণ পরিসংখ্যান প্রকাশ্যে আসছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.