Header Ads

সেবিকা ধর’এর কবিতা

বর্ষামঙ্গল

১.
এই  বৃষ্টি,  রিমঝিম  বৃষ্টি
বুজে কী আসে  আমার  দৃষ্টি
বনপথে  আজ  ভিজছি  আমি 
পাশেই তো আছো যেন তুমি
হে  প্রিয় আমার  অন্তর্যামী ! 
 
                                                                                     
এই  বৃষ্টি, রিমঝিম বৃষ্টি
মুছে  যায় কথামালা সবই 
একাকিনী হৃদয়ের ক্যানভ্যাসে
রয়ে  যায় শুধু তোমার ওই  ছবি। 

২.
বর্ষার এই মেঘমালা সন্ধ্যায়
তুমি  এলে না, কিন্তু তোমার চিঠি পেলাম
অভিমানী   বৃষ্টির  সুরতানে  মিশেছিল শুধু
বেহাগের  সুর,  বর্ষাও  একদিন  ফিরে  যাবে
থাকবে   মৃত্তিকা-ঘ্রাণ  এবং  একটি
বৃষ্টি  অরণ্যের  উপাখ্যান।


তুমি ফিরবে না সত্যি আর কোনওদিন ?  


৩.  
বৃষ্টির  প্রতিটি ফোঁটা    লিখে  দেয়
আমার  গোপন  প্রেমের  ডায়েরি
বৃষ্টির  প্রতিটি ফোঁটায় মিশে  যায়
আমার  ভালবাসা  মাখা  পিঙ্ক  লিপস্টিক 
বৃষ্টির  প্রতিটি ফোঁটায়   লিখিত  হয়
শীতল  দাহ্যের  ইতিহাস
এই  অভাগী  বৃষ্টিতেও
জ্বলে পুড়ে মরি 
আমি  সঙ্গিহারা,   পাগলিনী ! 

৪.
উত্তুরে  হাওয়া  বিদায়  নিয়েছে  কবেই
দেখি না  আর  কোথাও বুনো  হাঁসের দল
উঠোন জুড়ে ফুটেছে   সোনাপাতি  ফুল
আকাশ  জুড়ে  জমাট  বেঁধেছে    
ক্রুদ্ধ    জ্বলদর্চি  মেঘ
 কার  পথ চেয়ে 
থমকে  আছে  উদাসী  হাওয়া
স্তব্ধ  পৃথিবী
এ   কী  বিধ্বংসী   দ্রোহকাল
না  প্রেমের  সন্ধিক্ষণ?  
আসুক  তুফান  ঝ্রুক    বৃষ্টি
আমি  দু হাত  মেলে ডাকছি আমার  সর্বনাশ
হ্রদয়ের  তন্ত্রীতে  বাজে এখন  শুধু
অঝোর   মেঘমল্লার।
 ৫.
বৃষ্টি  তুমি  আছো বলেই
আমি পল্লবিত  হই
বৃষ্টি  তুমি  ঝরছো  বলেই 
আমি  কুসুমিত  হই
বৃষ্টি  তুমি  পাশে  বলেই
আমি  ধন্য হই 

বৃষ্টি  তোমার  প্রতি  ফোঁটায়
মিশে  রয় যেন
সেই রাজপুরুষের  ঘ্রাণ
অচেনা  কাজরীর আহ্বান 

বৃষ্টি তুমি থেকো সদাই 
ও আমি যেন  তার 
প্রেমের  পরশ  পাই ! 








কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.