Header Ads

মুখ্যমন্ত্রী আজ তথ্য ও জনসংযোগ বিভাগের অফিসারদের কোভিড-১৯-এর সংক্রমণ নিয়ে তৃণমূল পর্যায়ে সজাগতা ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান


অমল গুপ্ত, গুয়াহাটির : করোনা উদ্ভূত পরিস্থিতিতে মানুষের মধ্যে সজাগতা, সচেতনতা গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী আজ তথ্য ও জনসংযোগ বিভাগের কর্মীদের কাছে আহ্বান জানান। সংবাদ মাধ্যমে এবং সোসাল মিডিয়াতে যাতে কোনো অসত্য, ভুয়া খবর পরিবেশন করা না হয় সমাজে যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে তা সুনিশ্চিত করার উপর জোর দেন। প্রতিটি জেলা, প্রতি মহকুমাতে প্রত্যন্তর অঞ্চলে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো ঠিক মত রূপায়িত হচ্ছে কিনা তার সঠিক তথ্য সংগ্রহ করে প্রচারের ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি আজ দিসপুর লাস্ট গেটে তথ্য ও জনসংযোগ বিভাগের কার্যালয়ের কাজ কর্ম পর্যালোচনা করার জন্য হাজির হোন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, মুখ্যমন্ত্রী অফিসারদের সঙ্গে বৈঠকে সব স্তরের সাংবাদিকদের সঙ্গে সদাই যোগাযোগ রক্ষা করতে বলেন। তথ্য ও জন সংযোগ বিভাগের কমিশোনার সচিব প্রীতম শইকিয়া, তথ্য ও জনসংযোগ বিভাগের ডিরেক্টর অনুপম চৌধুরী, সচিব নিরা গগৈ, সহকারী সচিব অরুন্ধতী চক্রবর্তী প্রমুখ অফিসারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসে উন্নয়নমূলক কাজগুলি নিয়ে পর্যালোচনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.