Header Ads

আফ্রিকান ফ্লু-তে রাজ্যে ১৬০০০ শুকর মরেছে, জানালেন কৃষিমন্ত্রী অতুল বরা


অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে আফ্রিকান ফ্লু- জন্য ১৬০০০টি শুকুরের মৃত্যু হয়েছেকন্টেনমেন্ট জোনে যারা শুকুরকে মেরে ফেলবে তাদের সরকার ক্ষতিপুরণ হিসাবে ৫০ শতাংশ  টাকা দেবেআজ পশুপালন কৃষি বিভাগের এক বৈঠকের পর কৃষিমন্ত্রী অতুল বরা একথা জানানআজ খানাপাড়া স্টাফ এডমিনিষ্ট্রটিভ কলেজে পদস্থ আধিকারিকদের এক বৈঠকে বন্যা উদ্ভূত পরিস্থিতি  সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়কৃষিমন্ত্রী জানান, কয়েকদিন আগে অসমের উৎপাদিত কুমড়ো দুবাইয়ে রপ্তানি করা হয় এবার অন্যান্য শাক-সব্জিও নিয়মিত রপ্তানি করা হবে তবে রপ্তানি সামগ্রীর মানদন্ড যাতে উচ্চমানের হয় তা সুনিশ্চিত করতে হবেআজকের বৈঠকের কথা জানিয়ে বলেন, প্রতি জেলাতে একটি করে কমিটি গঠন করা হবেরাজ্যিক পর্যাযের কমিটিও গঠন করা হবেকৃষিমন্ত্রী বলেন, বাজারে যেখানে সেখানে মাছ-মাংস বিক্রি করে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করতে দেওয়া হবে নাবন্ধ করা হবেকৃষকরা যাতে তাদের উত্পাদিত সামগ্রীর সঠিক মূল্য লাভ করতে পারে,  মধ্যভোগিরা যাতে সুযোগের লাভ ওঠাতে না পারে তা সুনিশ্চিত করা হবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.