Header Ads

আনলক ওয়ানে অসমে আজ-কাল নিয়ে ৬ টি ট্রেন চালু, সেলুন পার্লার খুলছে, রাত 9 টা থেকে কারফিউ


অমল গুপ্ত, গুয়াহাটি : গত ২৪ মার্চ থেকে ৩১ মে দিন পর্যন্ত ৬৮দিন লকডাউনের চতুর্থ পর্বের আনলক ওয়ান শুরু হল আজ থেকে  দেশে ২০০টি ট্রেন দিয়েছে অসমে গুয়াহাটি-জোরহাট জনশতাব্দি, তিনসুকিয়া-দিল্লি ব্রহ্মপুত্র মেল সহ তিনটি এবং আগামীকাল আলিপুরদুয়ার থেকে পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ পর্যন্ত, গুয়াহাটি থেকে লোকমন্য এক্সপ্রেস ট্রেন সহ তিনটি ট্রেন চলবে গুয়াহাটির মানুষকে কলকাতা যেতে গেলে আলিপুরদুয়ার যেতে হবে বলে আজ রেল সূত্রে জানা গেছেআনলক ওয়ানে সেলুন, পার্লার খুলবে তবে চুল কাটা ছাড়া অন্য কিছু করা যাবে না হোটেল রেস্তোরাঁ খুলবে তবে ৫০ শতাংশের বেশি গ্রাহকের অনুমতি দেওয়া হবে না খোলা মাঠে সিনেমার বা ভিডিওর শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে ভোরে যোগাসন প্রাতঃ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে আজ থেকে রাত টা থেকে কারফিউ জারি করা হয়েছে ধর্মস্থান জুন থেকে খুলবেসামাজিক দূরত্ব বজায় রেখে গাড়ি, মোটর চলেছে  অটো, টটো চলেছে যথারীতি গাড়ি 
মোটরের যানজটও হয়েছেমুখে মাস্ক না পড়লে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছেমোট ৩৬ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছেচার হাজারের বেশি মানুষকে লকডাউন অমান্য করায় গ্রেফতার করেছে অসম পুলিশলকডাউন প্রায় অগ্রাহ্য করে আজ বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ বিভাগকে বেসরকারিকরণ করার প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল  ইলেক্ট্রট্রিসিটি আমেন্ডমেন্ট বিল ২০২০-এর বিরোধিতা করে বিজনী, বঙাইগাঁও, লাকোয়া প্রভৃতি জায়গায় আন্দোলনে সামিল হয় লকডাউনের সময় সরকারি ছুটির দিন শনিবার মাধব দেব তিথিতে অন লাইনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.