Header Ads

কেরালার হাতি হত্যার ঘটনায় সবাই প্রতিবাদে মুখর হল, বরাকে ১৩টি বানর হত্যার ঘটনায় সবাই চুপ


নয়া ঠাহর, গুয়াহাটি : পরিবেশ প্রকৃতি ধ্বংসের খবরে, বন্য প্রাণী হত্যার খবরে বরাক উপত্যকাতে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। কেরালার হাতিটির মর্মান্তিক মৃত্যু নিয়ে বরাকের পত্র-পত্রিকা মুখর হয়ে উঠে। কিন্তু বরাকের কাতিরাইলে একটি জলের ট্যাঙ্কে ১৩টি বানরের মৃতদেহ উদ্ধার করা হল, তখন কিন্তু কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। বরাকে উন্নয়নমূলক কাজের থেকে বেশি রাজনীতি হয়, এমন অভিযোগ উঠে থাকে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বরাকের প্রতিনিধি তিনি অন্তত বানর হত্যার তদন্ত দিতে পারতেন। ব্রহ্মপুত্রের পশুপ্রেমী সংগঠন পিপলস ফর এনিম্যালস ওই মর্মান্তিক ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.