বাইরের রাজ্য থেকে আসা প্রত্যেককে কয়রেন্টিন সেন্টারে থাকা বাধ্যতামূলক, আজ ক্যাবিনেট বৈঠকে কড়া সিদ্ধান্ত
অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যের বাইরে থেকে আসা একজন ব্যক্তিকে ও নিজের বাড়িতে যেতে দেওয়া হবেনা প্রত্যেককে ১৪ দিনের জন্য কয়রেন্টিন সেন্টারে যেতে হবে। গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে অসম সরকার এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পুরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির এই কড়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সরকারের নিযুক্ত জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বন্যা সমস্যা মোকাবিলার কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের বৈঠকে কোভিভ সংক্রমণ ছাড়াও বন্যা সমস্যা সম্পর্কে বিশদ আলোচনা করা হয় বলে পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী সাংবাদিকদের জানান। জেলার ডেপুটি কমিশনারদের খাদ্য শস্যের মজুত ভান্ডার গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। জেলার নদী বাঁধগুলো মেরামতের ব্যবস্থা সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের রিলিফ ম্যানুয়াল অনুযায়ী ত্রাণ সাহায্য দেবার নির্দেশ দেওয়া হয়। আজকের বৈঠকে ঢুলিয়া, নাগারা নাম, ব্যান্ডপার্টি ওজা পালি প্রভৃতি লোকশিল্পীদের এপ্রিল মে, জুন মাসে প্রতি মাসে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। অসম কেয়ার কর্মসূচির অধীন বাইরের রাজ্যে আবদ্ধ তিন লক্ষ ৬১ হাজার লোককে এপ্রিল মে ও জুন মাসে প্রতি মাসে ২ হাজার টাকা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত আজ মন্ত্রিসভা অনুমোদন জানায়। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী প্রমুখ মন্ত্রীদের উপস্থিতিতে খানাপাড়া এডমিনিষ্ট্রটিভ স্টাফ কলেজে ক্যাবিনেট কমিটির বৈঠকে শোণিতপুর জেলাতে জামাগুরিহাটের ভোরলিপরিয়া কন্যাকা বহুমুখী খামারকে ১১৭৬ বিঘা জমিবণ্টনের প্রস্তাব গ্রহণ করা হয়।
কোন মন্তব্য নেই