আজ ১২টি ট্রেন, ১২টি বিমানে হাজার হাজার মানুষ অসমে ঢুকেছে, রাতের মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাবে।
অমল গুপ্ত, গুয়াহাটি : আজ অসমে ১২ টি বিমান ও ১২ টি শ্রমিক স্পেশাল
এসেছে। বিহারে আটকে থাকা
শ্রমিক স্পেশাল আজ অৰ্থাৎ মঙ্গলবার গুয়াহাটি এলো। বুধবার ভোরে
ডিব্রুগড় পৌঁছবে। হাজার হাজার বাইরের রাজ্যের মানুষ এসে রাজ্যে সংক্রমণ বাড়িয়ে
তুলেছে। সরকার উদ্বেগ প্রকাশ
করেছে। চেন্নাই থেকে আসা ট্রেনে ১২০ জনের পজিটিভ পাওয়া গেছে। প্রায় ৮০ জন গোলাঘাট
জেলার। রাজ্যে ৫৯৭ জন মারণ রোগে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
শর্মা আজ বলেন, আরও ১০, ১৫ দিনের মধ্যে বাইরে
থেকে আসা মানুষের সংখ্যা কমে যাবে। আর ২০টা দিন জটিল
সময়।
ইতিমধ্যে এক লক্ষ মানুষ এসেছে। আরও এক লক্ষ আসবে। আগামী ৩০ জুনের মধ্যে অসমের কোভিড সংক্রমণে পরিসমাপ্তি ঘটবে। নতুন অধ্যায় শুরু হবে বলে আশার কথা শোনান হিমন্তবিশ্ব শর্মা। তিনি আজ ক্ষোভের সঙ্গে বলেন, কোয়ারেন্টাইন সেন্টারগুলি বন্যার ত্রাণ শিবির নয়, যা খুশি করা যাবে, কেউ শারীরিক দূরত্ব মানছে না। বলেন, কোয়ারেন্টাইন সেন্টারে ২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তার সঙ্গে দেখা করতে তবলিগ ই জামাতের প্রায় ৪০০ কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেড়িয়ে এসে সেন্টারের নিয়ম-নীতি লঙ্ঘন করেছে। হোজাই, তেজপুর প্রভৃতি কোয়ারেন্টাইন সেন্টারে একই অবস্থা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সি সি ক্যামেরাতে সব দেখছি আমরা, স্বাস্থ্যবিধি না মানলে ১৪ দিনের বদলে ২৮ দিন, তা না মানলে আরও বাড়ানো হবে।
ইতিমধ্যে এক লক্ষ মানুষ এসেছে। আরও এক লক্ষ আসবে। আগামী ৩০ জুনের মধ্যে অসমের কোভিড সংক্রমণে পরিসমাপ্তি ঘটবে। নতুন অধ্যায় শুরু হবে বলে আশার কথা শোনান হিমন্তবিশ্ব শর্মা। তিনি আজ ক্ষোভের সঙ্গে বলেন, কোয়ারেন্টাইন সেন্টারগুলি বন্যার ত্রাণ শিবির নয়, যা খুশি করা যাবে, কেউ শারীরিক দূরত্ব মানছে না। বলেন, কোয়ারেন্টাইন সেন্টারে ২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তার সঙ্গে দেখা করতে তবলিগ ই জামাতের প্রায় ৪০০ কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেড়িয়ে এসে সেন্টারের নিয়ম-নীতি লঙ্ঘন করেছে। হোজাই, তেজপুর প্রভৃতি কোয়ারেন্টাইন সেন্টারে একই অবস্থা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সি সি ক্যামেরাতে সব দেখছি আমরা, স্বাস্থ্যবিধি না মানলে ১৪ দিনের বদলে ২৮ দিন, তা না মানলে আরও বাড়ানো হবে।
কোন মন্তব্য নেই