Header Ads

আফ্রিকান সোয়াইন ফ্লু প্রতিরোধে ডিমা হাসাও জেলায় রেপিড অ্যাকশন টিম গঠন

   বিপ্লব দেব, ৪ মেঃ রাজ্যে শুকরের মধ্যে এবার আফ্রিকান সোয়াইন ফ্লু-র পাদূর্ভাব দেখা দেওয়ায় ডিমা হাসাও জেলায় সতর্কতা মূলক ব্যবস্থা এবং আফ্রিকান সোয়াইন ফ্লু রুখতে রেপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে আফ্রিকান সোয়াইন ফ্লুতে আক্রান্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু শুকরের মৃত্যু ঘটেছে। যার দরুন এবার উত্তর কাছাড় পার্বত্য পরিষদ আফ্রিকান সোয়াইন ফ্লু রোধে নড়েচড়ে বসেছে। 
 
পার্বত্য পরিষদের সচিব টি টি দাওলাগাপু ডিমা হাসাও জেলায় যাতে শুকরের মধ্যে আফ্রিকান সোয়াইন ফ্লু ছড়িয়ে না পরে এবং আফ্রিকান সোয়াইন ফ্লু প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের জন্য হাফলং পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের কার্যালয়ে পশু পালন ও পশু চিকিৎসা বিভাগের অতিরিক্ত সঞ্চালক ডাঃ যাদব গগৈ এবং অনান্য পশু চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করে ডাঃ অমিত ফংলোর নেতৃত্বে রেপিড অ্যাকশন টিম গঠন করে দেন। এবং ডিমা হাসাও জেলার পাঁচটি ব্লকে শুকুরের দেহ থেকে রেনডম স্যাম্পুল সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত ডিমা হাসাও জেলায় শুকরের মধ্যে আফ্রিকান সোয়াইন ফ্লু পাদর্ভাব দেখা দেয়নি বলে পশু পালন ও পশু চিকিৎসা বিভাগ সুত্রে জানা গিয়েছে। তবে এই আফ্রিকান সোয়াইন ফ্লু প্রতিরোধে শুকর পালকদের মধ্যে সচেতনতা আনতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে নির্দেশ দেন টি টি দাওলাগাপু। তাছাড়া আফ্রিকান সোয়াইন ফ্লু প্রতিরোধে ডিমা হাসাও জেলার বাইরে থেকে শুকর আমদানি করা বা কেনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.