Header Ads

উত্তর-পূর্বাঞ্চলের আমাজন পাটকাই বৃষ্টিস্নাত বনাঞ্চলে অবৈধ কয়লা খনন বন্ধ করতে পারবে কি সরকার? মুখ্যমন্ত্রীর নির্দেশে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সেখানে যাবেন

অমল গুপ্ত, গুয়াহাটি

উজান অসমের অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী ডিব্রুগড়, তিনসুকিয়া শিবসাগর জেলার ৫৭৫ কিলোমিটার জুড়ে অবস্থিত বিরাট বৃষ্টিস্নাত বনাঞ্চল, এরমধ্যে ঢিহিং পাটকাই বন্য প্রাণী অভিয়ারণ্য, জয়পুর, আপার ঢিহিং রিভার, ডিরক তিন খণ্ডে বুনো হাতিদের অভ্যয়ারন্য পড়েছেবিশাল অঞ্চল মায়ানমার পর্যন্ত পাটকাই পাহাড় যেখানে ওপেন কাস্ট কলি যারি,  পাশে ৯৮, ৫৯ হেক্টর এলাকা জুড়ে সেলেকি কলি যারি,  এত দিন নর্থইস্ট কোলফিল্ড লিমিটেড কয়লা উত্তোলন করতো,  এবার ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ এন বি ডব্লিউ এল এই অধ্যক্ষ তথা কেন্দ্রীয় বন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর গত এপ্রিল সেলেকির ৯৮, ৫৯ হেক্টর এলাকাতে কয়লা উত্তোলনের অনুমতি দিয়েছেনরেন ফরেস্ট বিশাল বনাঞ্চল জৈব বৈচিত্রে ভরপুর, উত্তর পূর্বাঞ্চলের আমাজন বলে খ্যাত এই বিশাল গভীর বনাঞ্চলে হাজার দুয়েক হাতি, শতাধিক বাঘ, চিতা, বুনো শুকর, হুলক গিবন, প্যাঙ্গলিন,  হিমালয়ান ভাল্লুক,  মেঘলা চিতা, বিভিন্ন প্রজাতির হরিণ, ৪৭টি প্রজাতির সরীসৃপ, ২৯৩ প্রজাতির পাখি, ঈগল, ম্যাকাও ছাড়াও সাদা ডানার বুনো হাঁস যারা বড় গাছের মগ ডালে বসবাস করে, এই বিরল হাঁসকে বাঁচিয়ে রাখার জন্যে ব্রিটেন অন্যান্য রাষ্ট্র লক্ষ লক্ষ টাকা খরচ করছেঅসমে মুষ্টিমেয় কয়েকটি কেবল রেন ফরেস্ট এলাকা এই ঢিহিং পাটকাই অঞ্চলে দেখা যায়তিনসুকিয়া জেলার ডিব্রু সাইখোয়া বনাঞ্চলে বিশ্ব খ্যাত বুনো ঘোড়া আছেযে ঘোড়া চুরি করে বিদেশে চোরা চালান শুরু হয়েছে বলে নানা অভিযোগ এসেছেঢিহিং পাটকাই বনাঞ্চল, ডিব্রু সাইখোয়া আপার ঢিহিং, ডিরক প্রভৃতি বিশাল এলাকায় আগে পূর্বের সরকার এখন বর্তমান সরকারের নেতা, উপ নেতা, পুলিশ, বন বিভাগ, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলার পুলিশ প্রশাসনের একাংশ, বিভিন্ন উগ্রপন্থী সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন, আবগারি, রাজস্ব বিভাগ প্রভৃতি বিভাগ বে আইনি কয়লা উত্তোলন থেকে মোটা অংক সংগ্রহ করে বলে সারা দেশ জানেওই এলাকার মানুষ বর্তমান নগাঁও কেন্দ্রের সাংসদ প্রদ্যুৎ বরদলাই সংসদে জ্বালা ময়ী ভাষণে পাটকাই অঞ্চলের প্রাকৃতিক জীব জগৎ, বৃষ্টি স্নাত জঙ্গল,  কয়লা উত্তোলনের ফলে ধ্বংস হচ্ছে,  সাংসদ চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানানতার পর কয়েক দিন চোরা কারবার বন্ধ ছিলতার পর আবার শুরু হয়ে গেছেদিসপুর, সারা রাজ্য জানে এই চোরাই কয়লা উত্তোলনের পিছনে কারা জড়িত, লকডাউন চলেছে, রাতে কারফিউ চলছে, সঙ্গে চলেছে জঙ্গল ধ্বংস, পাটকাই অঞ্চলের চোরাই কয়লার ট্রাক চলাচল বন্ধ হয়নিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র অবিলম্বে ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ-এর অর্ডার বাতিলের দাবি জানিয়েছে, নতুবা বৃহত্তর গণআন্দোলন করার হুমকি দিয়েছেরাজ্যের প্রকৃতি প্রেমীসংগঠনগুলো একই দাবি জানিয়েছেশেষ পর্যন্ত বিজেপি সরকার নড়ে চড়ে বসেছে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ঢিহিং পাটকাই বনাঞ্চল সফর করে সেখানকার পরিস্থিতি দেখে এসে অবিলম্বে প্রতিবেদন পেশ করার জন্যে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে নির্দেশ দিয়েছেনপ্রকৃতি প্রেমী সংগঠনগুলো প্রশ্ন তুলেছে উত্তর পূর্বাঞ্চলের আমাজন, বৃষ্টিস্নাত ঢিহিং পাটকাই রক্ষা করার সৎসাহস বিজেপি সরকারের আছে কি?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.