Header Ads

সংবাদমাধ্যমে খবরের জেরে ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশুর পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষপল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ সংবাদ মাধ্যমে খবরের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার ধুমসাদিঘি ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশুর পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ।
উল্লেখ্য গত 22 শে এপ্রিল, সংবাদমাধ্যমে সর্বপ্রথম
বংশীহারী ব্লকের ধুমসাদিঘি এলাকার  3 অসহায় অনাথ শিশুর অনাহারে দিন যাপনের খবর প্রকাশিত হয়।
আর খবর প্রকাশের পরদিনই মহাকুমা প্রশাসন এর পক্ষ থেকে অনাথ শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।
আর এবার বিষয়টি নজরে আসতেই ঘাসিপুর এলাকার 3 অনাথ শিশুর পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ।
এইদিন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ঘাসিপুর এলাকার তিন অনাথ শিশুকে চাল ,ডাল, শুকনো খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দিলেন।
এছাড়াও তিন শিশুকে ভবিষ্যতে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেন তিনি।

No comments

Powered by Blogger.