Header Ads

কাঠমান্ডুর আকাশে ঝলমলিয়ে উঠল এভারেস্ট !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
করোনা সংক্রমণের জেরে বিশ্বের অধিকাংশ দেশেই লকডাউন আরোপ করা হয়েছে। এর ফলে রাস্তায় উল্লেখযোগ্য হারে গাড়ি চলাচল কমেছে। আর এই কারণে দূষণ কমেছে চোখে পড়ার মতো। এসবের ফলে কিছু দিন হলো নেপালের রাজধানীর আকাশে আবার দেখা মিলছে এভারেস্টের, যা গত কয়েক দশকে নজরে পড়েনি।

কাঠমান্ডু শহরের প্রায় ঘাড়ের উপরে হুমড়ি খেয়ে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পাহাড় চুড়ো মাউন্ট এভারেস্ট। বিরল এই দৃশ্য ফের দেখা গেল লকডাউনের এই সময়ে।
ব্যস্ত শহর কাঠমান্ডুতে সাধারণ পরিস্থিতিতে গাড়ির ভীড় ও অসংখ্য রেস্তোরাঁয় মানুষের ঢল নামতে দেখা যায়। কিন্তু লকডাউনে গাড়ি চলাচল আর রেস্তোরাঁ চালু রাখার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে নেপাল সরকার। ফলে  প্রতিদিন যে পরিমাণ বায়ুদূষণ হয়, তা আপাতত বন্ধ হয়েছে।
দূষণ কমার কারণে শহরের পরিবেশের হাল ফিরেছে। তাই আবার ধোঁয়াশামুক্ত ঝকঝকে আকাশে ঝলমলিয়ে উঠেছে মাউন্ট এভারেস্ট। তার আশপাশের বহু বরফচুড়ায় দীর্ঘ কাল পরে সেই বিরল দৃশ্যের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কাঠমান্ডুবাসী। তাঁদেরই অনেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.