Header Ads

কাতারে মাস্ক না পরলে জরিমানা ৪৬ লাখ টাকা, তিন বছরের জেল !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
কাতারে মাস্ক না পরে বাড়ি থেকে বের হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। সরকারিভাবে হুমকি দেওয়া হয়েছে, যারা বাড়ি থেকে বের হবে, কিন্তু মাস্ক পরে থাকবে না; তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের ৪৬ লাখ ৬৮ হাজার সাতশ ৮২ টাকা করে জরিমানা করা হতে পারে।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া থামাতে পৃথিবীর বিভিন্ন দেশেই বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে কিছু দেশে এ নিয়ম না মানলে জেল ও জরিমানা করার নিয়ম চালু রয়েছে।
কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩২,৬০৪ জন এবং মারা গেছে ১৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪,৩৭০ জন। বাকি ২৮,২১৯ জন চিকিৎসাধীন রয়েছে।
করোনা সংক্রমণের জেরে দেশের অর্থনীতি যেন ভেঙে না পড়ে, সেজন্য মাস্ক না পরে বাইরে বের হলেই জেল জরিমানার বিধান চালু করছে মধ্যপ্রাচ্যের দেশটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.