Header Ads

গুয়াহাটি সহ রাজ্যের কয়েকটি স্থানে ভূ-কম্পের অনুভূতি



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বৃষ্টির মরশুমে সোমবার সন্ধ্যা ৮টা ১২ মিনিটে ১৫ সেকেণ্ডে গুয়াহাটি সহ রাজ্যের কয়েকটি জায়গায় ভূ-কম্পের অনুভূতি হয়।  রিখটার স্কেলে ভূমিকম্পের প্ৰাবল্য ৫.৪ এবং অভিকেন্দ্ৰ ছিল মণিপুরের চূড়াচন্দ্ৰপুর জেলার ম্যানমার সীমান্ত। (Earthquake of Magnitude:5.4, Occurred on:25-05-2020, 20:12:15 IST, Lat:24.4 N & Long: 93.7 E,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.