Header Ads

দিসপুর প্রেস ক্লাবের উদ্যোগে বশিষ্ট মন্দিরের পশু-পাখীদের খাবার খাওয়ানো হচ্ছে


নয়া ঠাহর, গুয়াহাটিঃ দিসপুর প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার বশিষ্টমন্দিরের পশু-পাখী ও সেখানকার কিছু গরিব দুস্থদের মধ্যে বুট, কলা, ব্রেড প্রভৃতি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে দিসপুর প্রেস ক্লাবের সম্পাদক কুঞ্জমোহন রায়, সাংবাদিক চন্দ্র শইকিয়া, ধ্রুবজ্যোতি পাঠক, ধ্রুবজ্যোতি দাস, সমাজকর্মী সুকমল বসুমতারি, সাংবাদিক লীনা গৈগ, হালিমা বেগম, অনুপমা ডেকা, মাইনা গোস্বামী, করবী বরশইকিয়া প্রমুখ উপস্থিত থাকেন।

No comments

Powered by Blogger.