Header Ads

ডিমা হাসাও জেলার পুলিশসুপার বীরবিক্রম গগৈ ও ডিএসপি সূর্যকান্ত মরানের বদলি

বিপ্লব দেব, হাফলং ১৫ মেঃ সন্তোষ হোজাই অপহরণ ও খুনের ঘটনায় ডিএসপি সূর্যকান্ত মরানের নাম জড়িয়ে পড়ায়। ডিমা হাসাও পুলিশে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এই খুনের ঘটনায় ডিমা হাসাও জেলায় উত্তেজনার পারদ চড়তে থাকার সময় ডিমা হাসাও জেলার পুলিশসুপার বীরবিক্রম গগৈ এবং ডিএসপি সদর সূর্যকান্ত মরানকে ডিমা হাসাও জেলা থেকে বদলি করা হয়েছে। 

ডিমা হাসাও জেলার পুলিশসুপার বীরবিক্রম গগৈকে কার্বি-আংলং জেলায় স্থিত ২৩ নম্বর অসম পুলিশ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে। এবং ডিএসপি সূর্যকান্ত মরানকে হাইলাকান্দি জেলার কাটলিছড়া ২১ নম্বর অসম পুলিশ ব্যাটেলিয়নের ডিএসপি হিসেবে বদলি করা হয়েছে। এদিকে ডিমা হাসাও জেলার নতুন পুলিশসুপার হিসেবে যোগ দেবেন জয়ন্ত সিং (আইপিএস)। তাছাড়া ডিমা হাসাও জেলার ডিএসপি সদর হিসেবে যোগ দিচ্ছেন বরকিরিম টেরং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.