Header Ads

শুক্রবার সাইক্লোন পরিদর্শনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী



নয়াদিল্লি: নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী রাজ্যে এসে ঘুরে যানএরপরই জানা গেল, রাজ্য পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন করার কথা নরেন্দ্র মোদীনবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমফানের ফলে রাজ্যের বহু এলাকা একেবারে তছনছআর সেই ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের জন্যই প্রধানমন্ত্রীকে রাজ্যে আসার অনুরোধ জানিয়েছেন
আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজ্য জুড়েসুপার সাইক্লোনের দাপটে প্রাণ গিয়েছে বহু মানুষেরবৃহস্পতিবার রাজ্যে আমফানে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নজরে বাংলার প্রধানমন্ত্রীর সফর সূচি- জানা যাচ্ছে, আগামিকাল শুক্রবার ১০.৪৫ মিনিটে অবতরণ করতে চলেছে প্রধানমন্ত্রীর এয়ার ইন্ডিয়ার বিমানতারপর তাঁর গন্তব্য বসিরহাট
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখবেন প্রধানমন্ত্রীএরপর ১১.২০ মিনিটে বসিরহাটে প্রধানমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছেপ্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা রয়েছেসেই প্রশাসনিক বৈঠক সেরেই কলকাতায় ফেরার কথা প্রধানমন্ত্রীর সেখান থেকে ওডিশার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রীসুপার সাইক্লোন আমফানে বাংলার পাশাপাশি ওডিশাতেও আছড়ে পড়েছেসেখানে এতটা তীব্রতা ছিল নাতবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে রাজ্যেওএমনটাই জানা যাচ্ছেতাই বাংলার অবস্থা দেখেই ওডিশাতে চলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.