Header Ads

ডিমা হাসাও জেলায় রবিবার আরও ১২৬ জনকে হোম কোয়ারিন্টাইন করা হয়

বিপ্লব দেব, হাফলং, ১০ মেঃ  ডিমা হাসাও জেলায় আরো ১২৬ জন ব্যক্তিকে হোম কোয়ারিন্টাইন করা হয়েছে। রবিবার জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগের মোট ২৫ টি সার্ভিল্যান্স টিম ১২৬ জন ব্যক্তি হোম কোয়ারিন্টাইন করে বাড়ি সিল করে দেয়।

 ডিমা হাসাও জেলায় মোট স্বাস্থ্য বিভাগের ৯৯৫ টি সার্ভিল্যান্স টিম মোট ৩ হাজার ৫২ জনকে হোম কোয়ারিন্টাইন করেছিল তার মধ্যে কভিড ১৯-য়ের কোনও উপসর্গ ছাড়াই ৬৪৩ জন ব্যক্তি তাদের ২৮ দিনের হোম কোয়ারিন্টাইনের সময়সীমা উত্তীর্ন করায় এদের ছেড়ে দেওয়া হয়। তাছাড়া আজ পর্যন্ত ৩৫১ জন ব্যক্তি ১৪ দিনের হোম কোয়ারিন্টাইনের সময়সীমা পার করার পাশাপাশি মোট ৯৯৪ জন ব্যক্তি ১৪ দিনের হোম কোয়ারিন্টাইনের সময়সীমা পার করেছে। এদের আরো ১৪ দিন হোম কোয়ারিন্টাইনে রাখা হবে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে। এদিকে কাছাড়ে কভিড ১৯ রোগে ১০ জন আক্রান্ত হওয়ার পর ডিমা হাসাও জেলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সন্দেহ করা হচ্ছে শিলচরে কভিড ১৯ রোগে আক্রান্ত রোগীরা এই পথ দিয়ে যাওয়ার পথে মাইবাং ৫৪ নম্বর জাতীয় সড়কের জিরো পয়েন্টে থাকা একটি ধাবায় খাওয়া দাওয়া করেছেন য়ার দরুন শনিবার মাইবাং জাতীয় সড়কের পাশে থাকা ওই ধাবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিল করে দিয়ে ধাবার মালিক নিভু ভৌমিক ও তার ৬ কর্মীকে হোম কোয়ারিন্টাইনে করে স্বাস্থ্য বিভাগ।  আজ মাইবাং জিরো পয়েন্টে থাকা ওই ধাবা সহ সমগ্র মাইবাং শহরকে জীবাণু মুক্ত করতে অগ্নি নির্বাপক বাহিনী সেনিটাইজ করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.