অসম আরোগ্য নিধিতে ৩১০০১ টাকা দিল কেশব স্মারক সংস্কৃতি সুরভি
বি.এম. শুক্লবৈদ্য, বিহাড়া : রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে অসম আরোগ্য
নিধি তহবিলে ৩১০০১ টাকা জমা করলো শিলচরের সংঘ ঘনিষ্ট সংগঠন কেশব স্মারক সংস্কৃতি
সুরভি। বৃহষ্পতিবার কেশব স্মারক সংস্কৃতি সুরভির সম্পাদক ডঃ অভিজিৎ নাথ কাছাড়ের
জেলা শাসক বর্ণালী শর্মার হাতে চেকটি প্রদান করেন। তৎসঙ্গে সংগঠনের চলা সেবাকাজের
একটি খতিয়ান ডঃ নাথ জেলা শাসকের হাতে তুলে দেন। এদিন সংগঠনের কর্মকর্তা আশু
দেবনাথ জেলাশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই