Header Ads

ঈদের দিন থেকে দেশে ২০০ টি ট্রেন চলবে, কলকাতা মুখী কোনও ট্রেন নেই



অমল গুপ্ত, গুয়াহাটিঃ আগামী সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব ঈদ। সেই দিন থেকে দেশে ঘরোয়া বিমান চলাচল করবে। পরবর্তী সোমবার ১ জুন থেকে দেশে ২০০টি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। রেলের টিকিট কাউন্টারে নয় অন লাইনে টিকিট কাটতে হবে। আই আর সি টি সি-র ওয়েবসাইট থেকে আজ থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল ওয়ের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন নন্দ আজ একথা জানিয়ে বলেন,  আপাতত কলকাতা মুখী কোনো ট্রেন অসম থেকে যাবে না, নয়া দিল্লি গামী ব্রহ্মপুত্র মেল, বুম্বাই গামী তিলক এক্সপ্রেস, গুয়াহাটি জোরহাট জন শতাব্দী এক্সপ্রেস, ১ জুন থেকে পূর্ব নির্দিষ্ট সূচি অনুযায়ী চলবে। তিনি বলেন, আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত পদাতিক এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে নয়া দিল্লিগামী ট্রেন চালু হবে। মুখ্য জনসংযোগ অফিসার চন্দ জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে জার্নির ব্যবস্থা করা হয়েছে। প্রতি যাত্রীকে মাস্ক পড়তেই হবে। প্রতি স্লীপার ক্লাসে ৭২টি করে আসন থাকে, প্রতিটি টিকিট বিক্রি করা হবে। প্রতিজন যাত্রীকে সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে। বিমানের মতো যাত্রীদের প্রায় ৯০ মিনিট আগে রেল স্টেশনে পৌঁছতে হবে। শুধু কনফার্ম টিকিট ধারীদের ট্রেনে চড়তে দেওয়া হবে। প্রতি যাত্রীকে থার্মাল স্ক্রিনিং করা হবে। করোনা সংক্রমণের বিন্দুমাত্র উপসর্গ থাকলে যাত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তিনি জানান যেখানে ট্রেন পৌঁছাবে সেই রাজ্যের নিয়ম মেনে, স্বাস্থ্যবিধি অনুযায়ী যাত্রীকে কয়রেন্টিনে রাখার ব্যবস্থা হবে। অসমে এলে সরকারের এস ও পি অনুযায়ী যাত্রীদের কয়রেন্টিনে যেতে হবে। তিনি জানান ট্রেনগুলিতে ক্যাটারিং থাকবে, ট্রেনে পুলিশ ছাড়াও চিকিৎসকরা থাকবেন।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.