Header Ads

সন্তোষ হোজাইর অপহরণের ঘটনা নিয়ে অসমের ডিজিপিকে ৪ মে-র মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

বিপ্লব দেব হাফলং ১ মেঃ 

 হারাঙ্গাজাও থানার অন্তর্গত গামাডী হাওর গ্রামের বাসিন্দা ঠিকাদার সন্তোষ হোজাই অপহরণের ঘটনা নিয়ে আগামী ৪ মে-র মধ্যে গুয়াহাটি হাইকোর্টে রিপোর্ট দাখিল করার রাজ্য পুলিশের ডিজিপি ভাষ্কর জ্যোতি মহন্তকে নির্দেশ দেন গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি। গত ২৮ এপ্রিল সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্তা হোজাই সন্তোষ হোজাইর অপহরণের ঘটনা নিয়ে গুয়াহাটি হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেছিলেন।

 ছবি, সৌঃ ইন্টারনেট
এই রিট আবেদনের উপর ভিত্তি করে গুয়াহাটি হাইকোর্ট ৩০ এপ্রিল শুনানি গ্রহণ করে মুখ্য বিচারপতি আগামী ৪ মে-র মধ্যে সমগ্র ঘটনার রিপোর্ট গুয়াহাটি হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেয় রাজ্যের পুলিশ প্রধান ভাষ্কর জ্যোতি মহন্তকে। আগামী ৪ মে গুয়াহাটি হাইকোর্টে এই মামলার পররর্তী শুনানি গ্রহণ করা হবে। তাছাড়া এই অপহরণের ঘটনা নিয়ে রাজ্যের মানবাধিকার কমিশন ও আসাম পাব্লিক গ্রিভেনসেস কমিশনে সমগ্র ঘটনাটি তদন্ত করে দেখার জন্য আবেদন দাখিল করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.