Header Ads

প্রয়াত হলেন বরাক তথা শিলচরের বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি দাস


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ প্রয়াত হলেন বরাক উপত্যকা তথা শিলচরের বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিককর্মী তথা পরিবেশ প্রিয় পীযূষ কান্তি দাস। গতকাল রাত ১১টায় গুয়াহাটির এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিরতরে স্তব্ধ হয়ে গেল এক প্রতিবাদী কণ্ঠ। একসময় বরাক উপত্যকার জনপ্রিয় দৈনিক পত্রিকা 'সোনার কাছাড়'-এ সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন তিনি। তাছাড়া, শিলচর শহরের একজন সাংস্কৃতিক কর্মী হিসেবেও যথেষ্ট পরিচিতি ছিল তার। শিলচরের এক বিখ্যাত সামাজিক, সাংস্কৃতিক ও তৃতীয় ধারার নাট্যসংস্থা 'কোরাস'-এর সাথে ওতোপ্রতভাবে জড়িয়ে ছিলেন তিনি। পীযূষ কান্তি দাস শুধু সাংবাদিকই ছিলেন, তা নয়, পরিবেশ কর্মী হিসেবেও ছিলেন বরাকের এক প্রতিবাদী মুখ। টিপাইমুখ বাঁধ এবং বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে দিনরাত লড়াই চালিয়ে যাওয়া এক সংগ্ৰামী সত্ত্বা। নদী বাঁধ প্রকল্পের জন্য যে পরিবারগুলো উচ্ছেদিত হয়েছিল, তাদের অধিকারের লড়াইয়ে সরব ছিলেন পীযূষ। জীবনযুদ্ধে এক লড়াকু সৈনিক ছিলেন তিনি। গতকাল রাতে নিষ্ঠুর নিয়তির কাছে হার মানতে হলো তাকে। শিলচর তথা বরাক উপত্যকা হারালো তার এক লড়াকু সন্তানকে। 
"জীবনযোদ্ধের অক্লান্ত সৈনিক পীযুষ কান্তি দাসের অকাল প্রয়াণে আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা," বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এক শোকবার্তায়। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন দিসপুর ও গুয়াহাটি প্রেসক্লাবের উপদেষ্টা ও নয়া ঠাহর নিউজ পোর্টালের মুখ্য সম্পাদক অমল গুপ্ত, শিলচর প্রেসক্লাবের প্রেসিডেন্ট বিজয় কৃষ্ণ নাথ, অসম মুখ্যমন্ত্রীর বরাকের অফিসার অন স্পেশাল ডিউটি শেখর দে এবং নয়া ঠাহরের রাষ্ট্রীয় সম্পাদক রত্নজ্যোতি দত্ত ও নয়া ঠাহরের বরাক ব্যুরো চিফ শুভ সুন্দর দেব চৌধুরী।  তারা প্রয়াত সাংবাদিক পীযূষ কান্তি দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.