Header Ads

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১ জুলাই থেকে ১৫ জুলাই টানা চলবে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষার দিন ঘোষণা করা হল সোমবার। পয়লা জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে তা চলবে ১৫ জুলাই পর্যন্ত। মধ্যে রবিবার বাদ দিয়ে প্রতিদিন পরীক্ষা নেওয়া হবে বেলা ১০.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত।
সিবিএসই-র দশম শ্রেণির বাকি থাকা বিষয়গুলি ও পরীক্ষার দিন--

(উত্তর পূর্ব দিল্লির জন্য) ফিজিক্স ৩ জুলাই, শুক্রবার
অ্যাকাউন্টেন্সি ৪ জুলাই, শনিবার
কেমিস্ট্রি ৬ জুলাই, সোমবার
ইংলিশ ইলেকটিভ (এন) ৮ জুলাই, বুধবার
ইংলিশ ইলেকটিভ (সি) ৮ জুলাই, বুধবার
ইংলিশ (কোর) ৮ জুলাই, বুধবার
সোশ্যাল সায়েন্স ১৫ জুলাই, বুধবার
ম্যাথমেটিসক্স ১৫ জুলাই, বুধবার
ইকনোমিক্স ১৫ জুলাই, বুধবার
হিস্ট্রি ১৫ জুলাই, বুধবার
বায়োলজি ১৫ জুলাই, বুধবার
সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বিষয়গুলি ও পরীক্ষার দিন---
বিজনেস স্টাজিড ৯ জুলাই, বৃহস্পতিবার
জিওগ্রাফি ১১ জুলাই, শনিবার
হিন্দি (ইলেকটিভ) ২ জুলাই, বৃহস্পতিবার
হিন্দি (কোর) ২ জুলাই, বৃহস্পতিবার
হোম সায়েন্স ১ জুলাই, বুধবার
সোসিওলজি ১৩ জুলাই সোমবার
কম্পিউটার সায়েন্স (ওল্ড) ৭ জুলাই, মঙ্গলবার
কম্পিউটার সায়েন্স (নিউ) ৭ জুলাই, মঙ্গলবার
ইফর্মেশন প্র্যাকটিস (ওল্ড) ৭ জুলাই, মঙ্গলবার
ইনফর্মেশন প্র্যাকটিস (নিউ) ৭ জুলাই, মঙ্গলবার
ইনফর্মেশন টেকনোলজি ৭ জুলাই, মঙ্গলবার
বায়ো টেকনোলজি ১০ জুলাই, শুক্রবার।
এমাসের শুরুর দিকে মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল উত্তর পূর্ব দিল্লির ছাত্রছাত্রীদের জন্য নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। কেননা ফেব্রুয়ারিতে হিংসার কারণে সেখানে পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.