Header Ads

বিশিষ্ট সাহিত্যিক অমরেন্দ্র দত্ত চৌধুরী প্রয়াণ


নয়া ঠাহর প্রতিবেদন, টংলাঃ অমরেন্দ্র দত্ত চৌধুরী গত ২৬ মে মঙ্গলবার সকাল এগারোটায় পরলোকগমন করেনতাঁর জন্ম হয়েছিল ১০ ডিসেম্বর, ১৯৩৬ সালে বাংলাদেশের শ্রীহট্ট জেলায়শৈশব কেটেছে শিলঙে এবং পড়াশোনা করেছেন শিলঙেঅসম রাইফেলে তিনি দীর্ঘকাল কাজ করেছিলেন অবসর নেওয়ার পর তিনি একাই গুয়াহাটিস্থিত রেহাবাড়ীতে নিজস্ব ফ্ল্যাটে থাকতেনতাঁর কোনো সন্তান ছিল নাতাঁর বৈবাহিক জীবন বেশি দিনের ছিল নাপত্নীও অসম রাইফেলে চাকরি করতেনতিনি উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার একজন সক্রিয় সদস্য ছিলেনতিনি উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার সঙ্গে জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহাআমরা একজন অভিভাবক হারালাম, সাহা বলেন। তাঁর মৃত্যু বাঙালি সমাজের এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক সাহাতিনি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার সকলের পক্ষ থেকে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.