উবের-এর চালক সফিকুর ইসলামের সততা
অমল গুপ্ত, গুয়াহাটি : আজও মানুষের মধ্যে সততা আছে। মানুষের জন্যে
কাজ করার মানসিকতা ফুরিয়ে যায়নি। আজ মঙ্গলবার তার প্রমান পাওয়া গেল। গুয়াহাটি
হাতিগাঁও ভেটা পাড়ার বাসিন্দা সফিকুর ইসলাম, বছর তিনেক ধরে
উবের গাড়ি চালাচ্ছেন, আজ এই প্রতিবেদক গুয়াহাটি
ক্লাবের কাছে এক ডাক্তারের চিকিৎসা গ্রহণের পর হাতিগাঁওয়ের বকুল বন হাউসিং কলোনিতে
সফিকুরের এএস01এইচসি1960 নম্বরের উবেরে করে ফিরি, সঙ্গে সান্ত্বনা
ও ছিল, উবের চলে যাওয়ার পর দেখি আমার মোবাইলটি নেই, সঙ্গে সঙ্গে আমার নম্বরে ফোন করলে সে নারাঙ্গী
থেকে জানান, টেনশন করবেন না, আপনার মোবাইল রাতেই
ফিরিয়ে দেব। রাতে বৃষ্টিপাতের সময় যাত্রী ভর্তি উবের আমার আবাসে দাঁড়ায়, সৎ যুবক সফিকুর ইসলাম আমার হাতে মোবাইলটি তুলে
দেন। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা ছিল না।
কোন মন্তব্য নেই