Header Ads

শহিদ তর্পণ



আ ই ক জ প ন স চ
"আমি বাংলায় গান
গাই,
আমি আমার আমি-কে
চিরদিন
এই বাংলায় খুঁজে পাই"।

মহান ঊনিশে মে, বরাক উপত্যকায় ১৯৬১ সনে,  বাংলা ভাষা আন্দোলনে, নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষায় উপত্যকার দশটি ভাই চম্পা ও একটি পারুল বোন নিজেদের বুকের রক্ত দিয়ে লিখে গিয়েছেন "মাতৃভাষা জিন্দাবাদ, জান দেবো তবু, জবান দেবো না।" তারা আমাদের ও পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিলেন আমরা বাংলা মায়ের সন্তান। আমরা ভুলতে পারবো না সেই এগারো জন বীর সেনানীর আত্মবলিদানের ইতিহাস। সেদিন শহীদের তাজা রক্তে লাল হয়ে গিয়েছিল শিলচর স্টেশন সহ গোটা শহরের পথঘাট। এই এগারো জন শহীদের প্রাণ নেওয়া সরকারি ঘাতকদের অমানবিকতা ও প্রতিহিংসাকে আমরা আজকের দিনে আবারও নিন্দা ও ধিক্কার জানাই। সেইসঙ্গে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি সেই এগারো জন শহীদের প্রতি যারা নিজেদের রক্ত দিয়ে লিখে গেছেন আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। তাই, আমরা মনে করি, "ঊনিশ" আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও উন্নয়নের যোগফল। এই মহান দিবসে আমরা নয়া ঠাহরের বরাক উপত্যকা গোষ্ঠীর পক্ষ থেকে এই এগারো জন বীর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।

মাতৃভাষা জিন্দাবাদ
অমর ঊনিশে মে_

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.