Header Ads

মাথা মুণ্ডন করে সন্তোষ হোজাই খুনের প্রতিবাদ ডিএইচডি-র প্রাক্তন অধ্যক্ষ দিলীপ নুনিসার

বিপ্লব দেব, হাফলং ১১ মেঃ ভেঙ্গে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাইর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে সন্তোষ হোজাইর খুনে জড়িত ডিএসপি সূর্যকান্ত মরানকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে হালালি প্রোগ্রেসিভ ওয়েল ফেয়ার সোসাইটি আগামী ১৪ মে থেকে ৩৬ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দিয়েছে। বন্ধ শুরু হবে ১৪ মে সকাল ৫ টা থেকে চলবে ১৫ মে বিকেল ৫ টা পর্যন্ত। 

এদিকে ডিএইচডি-র প্রাক্তন জঙ্গি নেতা তথা ঠিকাদার সন্তোষ হোজাই খুনের প্রতিবাদ জানিয়ে সোমবার হাফলং জেলাশাসকের কার্যালয়ের সামনে ডিএইচডি-র প্রাক্তন অধ্যক্ষ তথা হালালি প্রোগ্রেসিভ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা মাথা মুন্ডন করে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার মাধ্যমে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন প্রাক্তন জঙ্গি নেতা দিলীপ নুনিসা মাথা নেড়া করে সাংবাদিকদের বলেন দীর্ঘদিন থেকে ডিমা হাসাও জেলায় এধরনের গুপ্তহত্যা চলছে। আজ থেকে তিন চার বছর আগে দিয়ুংমুখে এভাবে ডিএইচডি-র সদস্য রাজেশ নাইডিংকে খুন করা হয়েছিল। এবার সন্তোষ হোজাইকে প্রথমে অপহরণ তারপর খুন করা হয়। তিনি বলেন সন্তোষ হোজাইর খুনের ঘটনার সঙ্গে ডিএসপি সূর্যকান্ত মরান জড়িত রয়েছে বলে ইতিমধ্যে তার স্ত্রী জয়ন্তা হোজাই হারাঙ্গাজাও থানায় এজাহার দাখিল করেছএন। তারপর ও পুলিশ এখনও পৰ্যন্ত ডিএসপিকে গ্রেফতার করেনি। এমনকি এখনও ডিএসপি বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে সন্তোষ হোজাই খুনে জড়িত ডিএসপিকে অবিলম্বে গ্রেফতার করে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি সন্তোষ হোজাইর খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ডিএইচডিকে দূর্বল ভাবলে ভূল করবে সরকার এমন হুমকি দিয়ে তিনি বলেন অবিলম্বে সন্তোষ হোজাই হত্যাকাণ্ড নিয়ে সরকার যদি কোনও ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ডিমা হাসাওকে সম্পূৰ্ণ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন দিলীপ নুনিসা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.