Header Ads

করোনা ভাইরাস এবার পবিত্র ঈদের প্রাণ কেড়ে নিয়েছে, তবুও ঘরে বসেই ঈদ উৎসব



নয়া ঠাহর, গুয়াহাটি : আগামী সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উৎসবে এবার প্রাণ নেই। মারণ রোগ করোনা ভাইরাস আনন্দের মূলে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। বিশিষ্ট ডাক্তার পদ্মশ্রী ইলিয়াস আলী, এ আই ইউ ডি এফ প্রধান বদরুদ্দিন আজমল প্রমুখ মুসলিম জনগোষ্ঠীর মানুষের কাছে আবেদন জানিয়েছেন, এবার মারণ রোগ কোভিড-১৯-এর সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য যেন নিজের নিজের বাড়িতে বসে ঈদ পালন করে ঈদগাহ, মসজিদ গিয়ে জমায়েত না হন। ডাক্তার আলী বলেন, কোভিড কোনো জাত-পাত দেখে সংক্রমিত হয় না। হিন্দু-মুসলিম দেখে আক্রমণ করে না শারীরিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে উৎসব পালনের আর্জি জানান। হিলাল কমিটি জানিয়েছে, আগামীকাল ঈদের চাঁদ দেখার সম্ভবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.