Header Ads

রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অনিয়মে মুখ্যমন্ত্রীর তদন্ত ঘোষণা



অমল গুপ্ত, গুয়াহাটি : রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের বাইরে থাকা ব্যক্তিদের সরকার এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে কিন্তু সেই টাকা বহু গরিব মানুষের হাতে পরেনিমুখ্যমন্ত্রীর কাছে বহু অভিযোগ গিয়েছে, বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব সরাসরি বিজেপি নেতাদের দিকে আঙ্গুল তুলেছেনআজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই অভিযোগের তদন্ত করার কথা ঘোষণা করেনতিনি আজ জেলার ডেপুটি কমিশনার জিলা পরিষদের কর্মকর্তা অন্যান্যেদের সঙ্গে ভি ডি কনফারেন্স করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেনতিনি হিতাধিকারীদের যাতে কোনোভাবে বঞ্চনা করা না হয় তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেনমুখ্যমন্ত্রী ১৪ তম অর্থ কমিশনের কাজ কর্মের পর্যালোচনা করে তিন মাসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেনপ্রতি ১০ দিন অন্তর কাজের হিসাব দিতে বলেন অফিসারদেরপঞ্চায়েত মন্ত্রী নব দলে, প্রতিমন্ত্রী যোগেন মোহন, পঞ্চায়েতের সচিব জে বি এক্কা, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সঞ্জয় লোহিয়া প্রমুখদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী লকডাউনের প্রেক্ষিতে চলে আসা শ্রমিকদের ইনরেগা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ দেবার জন্যে অফিসারদের নির্দেশ দেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.