Header Ads

পথ চলার পথিক কবি


অমল গুপ্ত

মহাত্মার ডাকে ভারত ছাড়োআন্দোলনে হেঁটে ছিলাম
সত্তর বছর পরও হাঁটছি,
রেল লাইনে পড়ে আছে আধপোড়া রুটি, ছেঁড়া চপ্পল,
মৃত্যুর হাতছানিকে আলিঙ্গন করে হাঁটছি
আজ, ধরিত্রী মায়ের গভীর ক্ষত,
রক্ত থাবাকে উপেক্ষা করেও - 
পুষ্টিহীন, রক্তহীন সন্তানের মুখগুলো আজও হেঁটে চলেছে,
কোন সকাল যা রাতের হাতছানি থেকেও ভয়াবহ?

[লেখক নয়া ঠাহরের মুখ্য সম্পাদক।]

1 টি মন্তব্য:

  1. খুব ভালো কবিতা, খুব প্রাসঙ্গিক বিষয়। শুভ গুপ্ত কান্দী।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.