Header Ads

রাজ্যে করোনা আক্রান্ত ২৫৬, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা, মনিকা বরাকে কোয়ারেন্টাইনে রাখা হল



নয়া ঠাহর, ২২ মে, গুয়াহাটি : রাজ্যে করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ২৫৬ জন, রাত ৯, ৩০ পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে। সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত ১৯৫ জন হাসপাতালে আছে, ৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা এবং পত্নী মনিকা বরা কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রিপুন বরা আজ দিল্লি থেকে ফিরে সরুসোজাই কোয়ারেন্টাইন সেন্টারে যান, সেখান থেকে তাদের ফাইভস্টার হোটেল রেডিসন ব্লু-তে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন রাখা হয়। ১৪ দিন থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আজ নগাঁওয়ে বলেছেনকোয়ারেন্টাইন সেন্টারকে বিবাহ ভবন ভাববেন না। স্বাস্থ্য বিধি মানতে হবে, নতুবা শাস্তির মুখে পড়তে হবে। তিনি জানান, এক একজনকে কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখতে ১৩ হাজার টাকা খরচ হবে। হোম কোয়ারেন্টাইনে থাকলে ও ২ হাজার টাকা করে সরকার দেবে। তিনি বলেন, করোনা আক্রান্ত মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.