শিলচর কেশব স্মারক সংস্কৃতি সুরভির ত্রাণ বন্টন
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : কোভিড-১৯ কে রোখতে লকডাউন অব্যাহত । যদিও
লকডাউন ২.০ তে কিছুটা শিথিল দেওয়া হয়েছে তারপরেও খাদ্য সংকটে ভুগছে অনেক মানুষ।
সোনাই ও আলগাপুর বিধানসভার এমনই অসহায় মানুষদের মধ্যে আবারও ত্রাণ বাঁটলো শিলচরের
কেশব স্মারক সংস্কৃতি সুরভির কর্মকর্তারা।লকডাউন ২.০ শুরু হওয়ার পর থেকে এখন
পর্যন্ত ২০০০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, লবন, সয়াবিন, বিস্কুট ইত্যাদি ত্রাণ সামগ্রী বন্টন করা
হয়েছে বলে জানান কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর
ভট্টাচার্য্য। এই ত্রাণ বন্টন কার্যসূচিটি কেশব স্মারক সংস্কৃতি সুরভি, এনএমও, পতঞ্জলি যোগ সমিতি কাছাড়, নিউ ইস্টার্ন
উয়েলফেয়ার সোসাইটি ও গণপতি এপিয়ারেন্টস রেসিডেন্স উয়েলফেয়ার সোসাইটির যৌথ
উদ্যোগে পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব,
বিমান বিহারী নাথ,
গুনেন্দ্র চক্রবর্তী,
কাছাড় পতঞ্জলি যোগ
সমিতির শ্রীবাণু কর, আশিষ হালদার,
পিন্টু লাল দে প্রমুখ।









কোন মন্তব্য নেই