সোয়ান ফ্লু-তে আক্রান্ত হয়ে অসমে ১৯৬৪টি শুকুরের মৃত্যু, মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ
নয়া ঠাহর, গুয়াহাটি : দেশজুড়ে করোনা
ভাইরাস চলার সময় উজান অসমে ব্যাপক হারে সোয়ান ফ্লু-তে আক্রান্ত হয়ে ১৯৬৪টি শুকরের
মৃত্যু হয়েছে। উজান অসমের ধেমাজি, শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, বিশ্বনাথ, লখিমপুর জেলাকে
কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে সরকার। শুকর, শুকরের মাংস
বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আজ কৃষিমন্ত্রী অতুল বরা সাংবাদিক সন্মেলন
ডেকে এই উদ্বেগজনক খবর জানান। তিনি বলেন, এই মৃত্যুর পর রোগের
নমুনা পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের ভুপালের গবেষণাগারে পাঠানো হয়েছে। জানান, শুকুরগুলোর মধ্যে জ্বরের প্রকোপ লক্ষ্য করা
গেছে। তবে এই জ্বর মানুষের সংক্রামিত হয় না বলে মন্ত্রী জানান।









কোন মন্তব্য নেই