এবার গরিবদের আর্থিক সাহায্য প্রদান ধর্মনগর ও বারইগ্ৰামের রাধারমণ সেবক সংঘের
জিশন শুক্লবৈদ্য, ধর্মনগর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া
দিয়ে লকডাউন চলাকালীন এবার গৃহবন্দী তথা রুজি রোজগার থেকে বঞ্চিত হওয়া গরিব ও
খেটে খাওয়া মানুষদের হাতে আর্থিক অনুদান প্রদান করলেন ধর্মনগর পদ্মপুরের রাধারমণ
সেবক সংঘের ভক্তবৃন্দ সহ কর্মকর্তারা। এছাড়া, বারইগ্ৰামের শ্রীশ্রী গোপাল জিউ ও রাধারমণ
গোস্বামী জিউ আশ্রমের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল পাল এবং সম্পাদক তরুণ চৌধুরী
প্রভুপাদের নির্দেশে সাড়া দিয়ে বারইগ্ৰাম এলাকার গরিব লোকেদের হাতে কোনরকম ত্রাণ
সামগ্রী না দিয়ে, নগদ অর্থ তুলে
দেন রাধারমণ সেবক সংঘের ভক্তবৃন্দ সহ কর্মকর্তারা বলে এক প্রেস বার্তায়
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অরূপ রায় জানান।









কোন মন্তব্য নেই