Header Ads

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ,দীপ প্রজ্বলিত করে ঐক্য বদ্ধ হলো সমগ্র দেশ


দেবযানী পাটিকর

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর করোনা ভাইরাসের বিরুদ্ধে রবিবার রাত নটার সময় ৯ মিনিট প্রদীপ জ্বালানোর প্রতি সমর্থন জানায় সমগ্র দেশ।রবিবার রাত ৯  বেজে ৯ মিনিটের জন্য কার্যত বর্ণময় হয়ে ওঠে সমগ্র ভারত ।
গুয়াহাটি শহরের লোকদের ৯টা বাজার সাথে -সাথে ঘরের লাইট নিভিয়ে প্রদীপ অথবা মোমবাতি জ্বালাতে দেখা যায় ।অনেকে আবার মোবাইল ফোনের ফ্লাশ লাইট অন করে প্রধানমন্ত্রীকে সমর্থন জানায়।
প্রদীপ জ্বালান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।,মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও  নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন করেন। অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে প্রধানমন্ত্রী আহ্বানকে  সমর্থক জানান





 উল্লেখ্য যে শুক্রবারে একটি ভিডিও বার্তা যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে এই আহ্বান করেছিলেন ।এই ভিডিওটিতে প্রধানমন্ত্রী ভারতবর্ষের সমস্ত  জনগণকে ৫ই এপ্রিল রবিবার ৯টার সময় ৯ মিনিটের জন্য ঘরের লাইট বন্ধ করে দিয়ে ঘরের অথবা ব্যালকনিতে প্রদীপ,মোমবাতি , টর্চ লাইট ,মোবাইলের ফ্লাশ ,লাইট জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি দেশের ১৩০ কোটি দেশবাসীকে এভাবেই মোমবাতি, প্রদীপ ,টর্চ লাইট ,মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে কোভিড ১৯ নামের নামের মহামারী কে পরাস্ত করার জন্য একত্রিত হয়ে লড়াই এর জন্য সংকল্পবদ্ধ হবার আহ্বান জানিয়েছিলেন।




এদিন মোমবাতি বা প্রদীপ জ্বালানোর সময় দেশবাসীরা যাতে কোনরকম ভাবেই ঘরের বাইরে বেরিয়ে না আসে তার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তবে অনেক স্থানে পটকা ফোটানো ও ভক্তিমূলক গীত পরিবেশন করতেও দেখা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.