বরাক থেকে টুকরো খবর
নয়া ঠাহর প্রতিবেদন
শিলচর : লকডাউন চলাকালীন গতকাল, শুক্রবার, দুধপাতিল এলাকার দুস্থদের মধ্যে চাল, ডাল, লবণ, চিড়া, বিস্কুট ইত্যাদি বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ
করেন শিলচর তারাপুর স্থিত বৈকুন্ঠধাম আশ্রমের নিশীকান্ত দেব, গৌরব সেন প্রমুখরা।
বিহাড়া : বিহাড়া ব্রাহ্মণগ্ৰাম, ছয়ারণবস্তি, শিবটিলা, কালিনগর ও বিহাড়া স্টেশন রোডের একশোটি
পরিবারের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন বজরং দল বিহাড়া শাখার অপরাজিত রায়,
অসীম শুক্লবৈদ্য সহ
প্রমুখরা।
দুধপাতিল : কেশব স্মারক সংস্কৃতি সুরভি, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ও NMO-এর পক্ষ থেকে দুধপাতিল এলাকার প্রায় ৪১ টি
পরিবারের মধ্যেও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই