ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদী, --‘আবারও হাসবে ভারত, আবারও জিতবে ভারত” !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
আজ গোটা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। আর এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ (Covid-19)-এর বিরুদ্ধে চালানো লড়াইয়ের জন্য স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানান। উনি দেশের জনতার কাছে সামাজিক দুরত্ব বজায় রাখার আবেদনও করেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সিনেমা জগতের অভিনেতা আর অভিনেত্রীদের দেখা গেছে সামাজিক দূরত্ব বাজায় রাখার আহ্বান জানাতে।
(@narendramodi
This #WorldHealthDay, let us also ensure we follow practices like social distancing which will protect our own lives as well as the lives of others. May this day also inspire us towards focusing on personal fitness through the year, which would help improve our overall health.)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ‘আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন আমরা সবাই একে অপরের সুস্বাস্থ্য আর কল্যাণের জন্য প্রার্থনা করি। এবং সেই সমস্ত ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মচারী এবং স্বাস্থ্য কর্মীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ব্যাক্ত করি, যারা সাহসের সাথে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা ব্যক্ত করে বলেন, এই দিনগুলো মানুষকে নিজের ফিটনেসের উপর নজর দেওয়ার জন্য প্রেরণা দেবে। উনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে আসুন আমরা সবাই এটা সুনিশ্চিত করি যে, আমরা যেন সামাজিক দুরত্ব পালন করি, আর নিজের জীবনের সাথে সাথে অন্যের জীবনও রক্ষা করি। আমি আশা করছি যে, এই দিনগুলো আমাদের গোটা বছরে ব্যাক্তিগত ফিটনেসের দিকে নজর দেওয়ার জন্য প্রেরণা দেবে।
এই দিন গুলো আমাদের স্বাস্থ্যকে আরও ভালো বানাতে সাহায্য করবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনেমা জগতের চিত্রাভিনেতাদের বানানো একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিও শেয়ার করে উনি লেখেন, ‘আবারও হাসবে ভারত, আবারও জিতবে ভারত। ওই ভিডিওতে সিনেমা জগতের নক্ষত্রদের সাথে সাথে ক্রিকেটার শিখর ধাওয়ানকেও দেখা যায়। ভিডিওর গানের মাধ্যমে মানুষকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে একজোট থাকার জন্য এবং বাড়ির ভিতরেই থাকার জন্য অনুরোধ করা হয়।
কোন মন্তব্য নেই